সিলেট বিমানবন্দরের উন্নয়নকাজের গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

Passenger Voice    |    ১২:৩৬ পিএম, ২০২৪-০২-২৮


সিলেট বিমানবন্দরের উন্নয়নকাজের গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এ সময় তিনি বিমানবন্দরে চলমান উন্নয়নকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। 

গতকাল মঙ্গলবার সিলেট সফরকালে তিনি ওসমানী বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বিদ্যমান টার্মিনাল ভবনের সুযোগ-সুবিধা, রানওয়ে ও নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবনসহ চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে কাজের গতি বাড়িয়ে প্রকল্পের নির্দিষ্ট সময় আগামী বছর ডিসেম্বরের মধ্যেই উন্নয়নকাজ সম্পন্ন করতে প্রকল্প-সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। 

মন্ত্রী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে রানওয়ে শক্তিশালীকরণের কাজ সম্পন্ন হয়েছে। আরও ২ হাজার ৩০৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে।  

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, প্রকল্প পরিচালক আনিসুর রহমানসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্যা/ভ/ম